দীপাবলির আলো এবার জ্বলবে না শাহরুখের মান্নাতে

বলিউডে উৎসবের আলো-সাজসজ্জার মৌসুম বলতে দীপাবলির এই সময়টাই। এ বছরও মায়ানগরীতে চলছে সেই আয়োজন। তবে এবার ব্যতিক্রম ঘটছে শাহরুখের বাড়ি মান্নাতে। কারণ, এবার দীপাবলি উপলক্ষে কোনো আয়োজন রাখেননি কিং খান। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি।
কোভিড-১৯ পরবর্তী সময় থেকেই 'মান্নাত'-এর দীপাবলি পার্টি অনেকটা বিরতিতে। আগে প্রতি বছর শাহরুখ-গৌরীর আয়োজন থাকত বলিউডের অন্যতম বড় পার্টিগুলোর একটি। আলো, আতিথেয়তা আর তারকাদের আড্ডায় মুখর থাকত সমুদ্রতটের সেই এলাকা।
শেষবার মান্নাতে বড় পরিসরে দীপাবলি উদ্যাপন হয় ২০২৪ সালে, যা একসঙ্গে মিশেছিল শাহরুখের জন্মদিনের অনুষ্ঠানের সঙ্গে। প্রায় আড়াইশ তারকা, পরিচালক ও ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন সেই উৎসবে। তার আগে ২০১৮ সালের আয়োজনও ছিল বেশ স্মরণীয়; যেখানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, শিল্পা শেঠি, অনন্যা পাণ্ডে প্রমুখ।
তবে এ বছর শাহরুখ কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন, তাই কোনো আয়োজন রাখেননি বলিউড বাদশাহ। পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন ছবি 'কিং'-এর শুটিংয়ে রয়েছেন তিনি। ছবিটিতে শাহরুখের সঙ্গে প্রথমবার অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালে।
Comments