‘মিস্টার বিস্ট’ এর সঙ্গে একই ফ্রেমে বলিউডের তিন খান

সফল উদ্যোক্তার পাশাপাশি বিশ্বের সেরা ইউটিউবার জিমি ডোনাল্ডসন ওরফে 'মিস্টার বিস্ট'। এবার সে ইউটিউবারের সঙ্গেই একফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন খান খ্যাত অভিনেতা শাহরুখ খান, সালমান খান ও আমির খান।
ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ, সালমান ও আমির। একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মিস্টার বিস্টও।
অনুষ্ঠানের দিন শাহরুখ, মিস্টার বিস্ট, আমির তিনজনই পরেছিলেন কালো রংয়ের পোশাক। শুধু সালমানই ধরা দেন অ্যাশ রংয়ের পোশাকে।
একই অনুষ্ঠানে ভারতের তিন তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মিস্টার বিস্ট। তাদের সঙ্গে ছবি তোলেন জনপ্রিয় এ ইউটিউবার।
Comments