ছেলের সাথে অপুর বিশ্বাসের জন্মদিন উদ্যাপন

আজ শনিবার (১১ অক্টোবর) চিত্রনায়িকা অপু বিশ্বাসের শুভ জন্মদিন। বিশেষ দিনটির প্রথম প্রহরে জন্মদিনের মুহূর্ত তাই একমাত্র ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে উদ্যাপন করেছেন অভিনেত্রী।
শুক্রবার (১০ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন ভিডিও আপলোড করেন অপু। ভিডিওতে দেখা যায়, ছেলে ও মা দুজনেই ম্যাচিং করে পরেছিলেন সাদা রংয়ের পোশাক।
সোফার টেবিলের ওপর রাখা বেগুনী রংয়ের কেক। এ সময় ছোট্ট জয় মিষ্টি সুরে মাকে বলে ওঠে, 'মম হ্যাপি বার্থ ডে'। ছেলের মুখে জন্মদিনের শুভেচ্ছা শুনে ঠোঁটে হাসি ফুটে ওঠে মা অপুর।
ভিডিওতে মোমবাতি ফুঁ আর কেক কাটার মুহূর্তে মা-ছেলের খুঁনসুটির মজার দৃশ্য হৃদয় ছুঁয়ে যায় নেটিজেন ও ভক্তদের। কমেন্টবক্সে অনেকেই জানাতে শুরু করেন প্রিয় অভিনেত্রীকে নিয়ে আবেগী বার্তা, জন্মদিনের শুভেচ্ছা।
১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। পারিবারিক নাম অবন্তী বিশ্বাস হলেও সিনেমাজগতে অপু বিশ্বাস নামে পরিচিতি পান তিনি।
সিনেমাজগতে কাজ করতে গিয়ে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ৮ বছর পর ২০১৬ সালে তাদের সংসারে জন্ম নেয় আব্রাম খান জয়।
২০১৭ সালে বিয়ে ও সন্তান নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসেন নায়িকা। তার ঠিক এক বছর পরই ২০১৮ সালে বিচ্ছেদের পথে হাঁটেন অপু বিশ্বাস ও শাকিব খান।
Comments