দীর্ঘদিন পর দেশের মাটিতে তমালিকা

পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার। সম্প্রতি হঠাৎ করেই দেশে ফিরেছেন অভিনেত্রী; নিজ ভূমিতে পা রেখে হয়ে পড়েছেন আবেগে আপ্লুত। সামাজিক মাধ্যমে বেশ সরব তমালিকা। তবে দেশে আসার খবর সেখানে জানাননি অভিনেত্রী। তমালিকা দেশের মাটিতে পা রাখার পর নির্মাতা চয়নিকা চৌধুরীর সঙ্গে তার দেখা মেলে। নির্মাতার এক পোস্টের কিছু ছবিতে তা দেখা যায়। মূলত গেল বিজয়ার দিনে তারা একত্রিত হয়েছিলেন; একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকার অনুষ্ঠানে; তমালিকার সঙ্গে সেই মুহূর্তই ধরা দেন চয়নিকা।
তবে অভিনেত্রী তমালিকা গণমাধ্যমে জানিয়েছেন, পরিবারের কাউকে না জানিয়েই দুর্গাপূজা উদযাপন করতে দেশে এসেছেন তিনি। এও জানান, তার বাবা অসুস্থ এবং তিনি মা-বাবার সাথে পূজা উদযাপন করতে চেয়েছিলেন, তাই সবাইকে সারপ্রাইজ দিতেই তার এই হঠাৎ দেশে আসা।
তমালিকার কথায়, 'দেশে আসার কোনো পূর্বপরিকল্পনা আমার ছিল না। কিন্তু পূজার আগে যখন বাবার সঙ্গে ফোনে কথা বলি, তখন তিনি আমাকে নিয়ে মণ্ডপে ঘোরার ইচ্ছা প্রকাশ করেন। তার এই কথা শুনে আমি খুব খারাপ অনুভব করি এবং তখনই দেশে আসার সিদ্ধান্ত নেই। আমার দলের সুমন আর মোনা ছাড়া কেউ এই বিষয়ে জানত না।'
দেশে ফেরার পর তমালিকা তার মা-বাবা এবং নির্মাতা চয়নিকা চৌধুরীর কাছ থেকে যে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন, তা তাকে ভীষণ আবেগাপ্লুত করেছে। অভিনেত্রীর কথায়, 'মা-বাবা আর চয়ন দিদি আমাকে দেখে অবাক হয়ে খুশিতে কেঁদে দেন। আমিও ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়ি।'
অভিনেত্রী আরও বলেন, 'প্রিয় ঢাকায় ফিরে এলে আমি সবসময়ই আবেগপ্রবণ হয়ে পড়ি। ঢাকা শহরের অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমার প্রিয় মানুষগুলো এখনো আগের মতোই আছে। তাদের এই ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। সবার কাছে দোয়া চাই।'
সাময়িক এই ছুটি শেষে তমালিকা দ্রুতই তার কর্মস্থল যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফিরে যাবেন বলে জানিয়েছেন।
Comments