১২ লাখ টাকা খোয়ালেন ফারহান, ড্রাইভার গ্রেপ্তার

আর্থিক জালিয়াতির শিকার বলিউড অভিনেতা ফারহান আখতার। দীর্ঘদিন বিশ্বাস করে পরিবারের সঙ্গে ছায়াসঙ্গীর মতো জুড়ে রেখেছিলেন যাকে, সেই ব্যক্তিই অভিনেতার লাখ লাখ টাকা হাতিয়ে নিলেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, ফারহান আখতারের ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তার ব্যক্তিগত চালক নরেশ সিং এর বিরুদ্ধে। এ ঘটনায় সেই চালক ও একটি পেট্রল পাম্পের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিনের বিশ্বাসী কর্মচারী হয়েও এমন আর্থিক জালিয়াতির ঘটনায় হতবাক ফারহান আখতার ও তার পরিবার।
জানা গেছে, ফারহান আখতারের মা হানি ইরানির গাড়ি চালাতেন নরেশ সিং। পরিবারের বিশ্বস্ত সদস্য হিসেবেই তিনি পরিচিত ছিলেন। সম্প্রতি হানি ইরানির ম্যানেজার হিসাব মেলাতে গিয়ে আর্থিক লেনদেনে গরমিল দেখতে পান। জানতে পারেন, গাড়িতে তেল ভরার জন্য হানি ইরানি তার ছেলে ফারহান আখতারের ক্রেডিট কার্ড নরেশ সিংকে দিয়েছিলেন। এই সুযোগে নরেশ কার্ডটি ব্যবহার করে ১২ লাখ রুপি হাতিয়ে নেন। তাকে এ কাজে সহযোগিতা করেছেন বান্দ্রার একটি পেট্রল পাম্পের কর্মী অরুণ সিং।
ম্যানেজার দিয়া ভাটিয়া জানান, নরেশ ৩৫ লিটার তেলের জায়গায় ৬২১ লিটারের ভুয়া বিল জমা দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন এবং বলেন, প্রায় তিন বছর ধরে তিনি এই কাজ করছেন। এ কাজে যাতে ধরা না পড়েন, সেজন্য তিনি পাম্প কর্মীকেও টাকা দিতেন। পরে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Comments