শাকিবের সিনেমার প্রি-প্রোডাকশনে কী করছেন আমির খান?

শাকিব খানের নতুন সিনেমা 'প্রিন্স' নিয়ে আগামী ঈদুল ফিতরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। ইতোমধ্যেই প্রকাশ হয়েছে ছবির পোস্টার; যেখানে পোস্টারে শাকিব খানকে দুহাতে অস্ত্র হাতে ঘিরে থাকা মানুষের মাঝে দেখা গেছে, আর তা বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে।
ক্রিয়েটিভ ল্যান্ডের ব্যানারে নির্মিত এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে পুরোদমেই। এই সিনেমার অন্যতম চমক বলিউডের বিখ্যাত চিত্রগ্রাহক অমিত রায়; যিনি সালমান খান, রণবীর কাপুরদের সিনেমায় কাজ করেছেন।
এদিকে গত বুধবার (১ অক্টোবর) 'প্রিন্স' ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ একটি পোস্ট দেন। জানান, অমিত রায়ের সঙ্গে প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন। ওই পোস্টে দেখে যায়, অমিত রায়, আবু হায়াত, শিরিন সুলতানা।
Comments