৬১ বছর বয়সী কিয়ানু রিভসের বিয়ের গুঞ্জন

কিয়ানু রিভস এবং আলেক্সান্ড্রা গ্রান্টের সম্পর্ক এখনো ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রায় তাদের প্রশ্ন করা হয় কবে বিয়ে কতে যাচ্ছেন। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয় একটি ছবি কেন্দ্র করে। দুই তারকা সুন্দর সময় কাটানোর ছবিটি এখন ভাইরাল। ভক্তরা দুই তারকাকে নিয়ে নানান প্রশ্ন করেন সোস্যাল মিডিয়াতে।
নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই তাদের আর সেটা স্পষ্ট করেছেন মার্কিন ভিজিয়াল আর্টিস আলেক্সান্ড্রা নিয়েই। তিনি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছেন, সম্প্রতি ছড়ানো যে ছবি তাদের বিয়ের ঘোষণা করছে, তা শুধুই একটি সাধারণ ছবি।
আলেক্সান্ড্রা গ্রান্ট লিখেছেন, এটি আসল ছবি, কোনও বাগদান বা এআই দিয়ে তৈরি নয়। এমনি বিয়ের ঘোষণাও নয়… এটি শুধুই একটি চুম্বনের মুহূর্ত। তিনি আরও জানিয়েছেন, ছবিটি তোলা হয়েছিল রডেন ক্রেটারে। কিয়ানু এবং গ্রান্ট জেমস টারেল একটি সাক্ষাৎকার শেষ করার পর ছবিটি তোলা হয়। আলেক্সান্ড্রা গ্রান্ট আরও বলেন, আমরা বিয়ে করিনি। তাই খবরটি মিথ্যা। সতর্ক থাকুন, আর এটা আসল আনন্দের মুহূর্ত।
কিয়ানু এবং আলেক্সান্ড্রা প্রথমবার তাদের সম্পর্ক প্রকাশ করেছিলেন ২০১৯ সালের নভেম্বর মাসে লস অ্যাঞ্জেলেসের এলএসিএমএ আর্ট ও ফিল্ম গালার রেড কার্পেটে। তবে তাদের পরিচয় নতুন নয় ২০১১ সালে তারা 'ওড টু হ্যাপিনেস' বইতে একসঙ্গে কাজ করেছিলেন। সেখান থেকেই তাদের প্রেমের শুরু।
দীর্ঘদিন দুজনের প্রেম গোপন রাখার বিষয়টি নিয়েও কম কথা হয়নি। এ নিয়ে অনেক সাক্ষাৎকারে তারা কথাও বলেছেন। প্রেমের বিষয়টি সামনে না আনলেও একবার আলোচনা শুরু হলে আলেক্সান্ড্রা কিয়ানুর সরাসরি প্রশংসা করলে তাদের ভক্তরা প্রেমের বিষয়টি নিয়ে নিশ্চিত হয়। আলেক্সান্ড্রা একটি সাক্ষাৎকারে বলেছেন, সে আমার জন্য অনুপ্রেরণা। তিনি অত্যন্ত সৃজনশীল, দয়ালু এবং পরিশ্রমী মানুষ। সম্প্রতি সেপ্টেম্বর মাসে, আলেক্সান্ড্রা গ্রান্ট কিয়ানুর জন্মদিন উদযাপন করেন। সে উপলক্ষে ইনস্টাগ্রামে পোস্টে আলেক্সান্ড্রা একটি পোস্ট করেন সে সময়েও কম আলোচনা হয়নি।
Comments