মোহনলাল দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন

দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মালয়ালমের জনপ্রিয় অভিনেতা মোহনলাল। ২০২৩ সালের এই সম্মাননার ঘোষণা দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গত শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া ঘোষণায় জানানো হয়, দুই প্রজন্ম ধরে মোহনলালের অভিনয়যাত্রা দর্শককে অনুপ্রাণিত করছে। মালয়ালমসহ তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি সিনেমায় সমান দক্ষ অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেখানেই মোহনলালকে সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে আসছেন মোহনলাল। মালয়ালমসহ বিভিন্ন ভাষার সাড়ে তিনশোর বেশি ছবিতে কাজ করেছেন তিনি। এর আগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন এই অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় এই পুরস্কারটি দেশটির সিনেমায় আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
Comments