'রানীরা কাউকে অনুসরণ করে না'

ঢাকাই চলচ্চিত্রের সফল ও আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ক্যারিয়ারে একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। ফলে অভিনয়গুণে অনেক আগেই জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। সিনেমার বাইরে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এ অভিনেত্রী।
অপু বিশ্বাস মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এমনকি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মাঝে বিভিন্ন লুকে ধরাও দিয়ে থাকেন। এবার ধরা দিলেন ব্রাইডাল লুকে। যা নজর কেড়েছে সবার।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় ফেসবুক ভেরিফায়েড পেজে একটি রিলস পোস্ট করেন অপু বিশ্বাস। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'রানীরা কাউকে অনুসরণ করে না। তাদের রাজকীয় আভিজাত্যই আকৃষ্ট করে অন্যদের।'
এদিকে অপু বিশ্বাসের এই রিলস মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে প্রশংসা করেছেন তারা। সেখানে একজন লিখেছেন, এ যেন রূপকথার রাজকন্যার মতো লাগছে। আবার কেউ মন্তব্য করে লিখেছেন, আমাদের বিউটি ক্যুইন অপু বিশ্বাস আপুকে খুবই সুন্দর লাগছে।'
প্রসঙ্গত, ২০০৬ সালে 'কোটি টাকার কাবিন' সিনেমার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি লাভ করেন অপু বিশ্বাস। এর আগে 'কাল সকালে' সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু হয়। তারপর শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে কাজ শুরু করেন। দর্শকদের উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। দু'জন জুটিবদ্ধ হয়ে ২০১৭ সাল পর্যন্ত ৭০টিরও অধিক সিনেমা উপহার দিয়েছেন।
Comments