পোস্টারে নাম না পেয়ে ক্ষুব্ধ শাহেদ

শাহেদ বলেন, 'অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে এটি বানানো হয়েছিল। সেখানে একটি চরিত্রে আমি অভিনয় করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সিনেমাটির রিলিজ দেবার বিষয়ে পরিচালক, প্রযোজকের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি সিনেমাটির পোস্টারে আমার নামটা পর্যন্ত ব্যবহার করা হয়নি। শুধু শাকিব খানের নাম ছিল পোস্টারে।
শাহেদ বলেন, 'অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা। খুব যত্ন নিয়ে এটি বানানো হয়েছিল। সেখানে একটি চরিত্রে আমি অভিনয় করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সিনেমাটির রিলিজ দেবার বিষয়ে পরিচালক, প্রযোজকের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি সিনেমাটির পোস্টারে আমার নামটা পর্যন্ত ব্যবহার করা হয়নি। শুধু শাকিব খানের নাম ছিল পোস্টারে।
বিষয়টা দেখে আমি হতভম্ভ হয়ে গিয়েছিলাম। কারণ আমি অনেকদিন পরে বড় পর্দায় কাজ করেছি। আমারও একটা দর্শক আছে। আমার নাম না থাকলে আমার দর্শকরা তো বুঝবে না যে সিনেমাটিতে আমি অভিনয় করেছি।
তাই আমি নির্মাতার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুধু একজন শাকিব খানকে নিয়েই সিনেমা বানান। আর কোনো নায়কদের আপনাদের দরকার নেই।'
অভিনেতা দাবি করেন, 'ক্যারিয়ারে আমি শাকিব খানের থেকে অনেক সিনিয়র। আর একজন সিনিয়র হয়ে 'অন্তরাত্মার' পোস্টারে আমার নাম না থাকাটা অত্যন্ত অসম্মানের। আমি মনে করি এর জন্য সিনেমাটির পরিচালক ও প্রযোজক দায়ী। তারা হয়তো অজানা কোনো কারণে পোস্টারে আমার নামটা বাদ দিয়ে শাকিবের নামটাই ব্যবহার করতে চেয়েছেন। শুধু শাকিবকেই হাইলাইট করতে চেয়েছেন। তাদের কাছে হয়তো শাকিব একাই হিরো, আমি নই।'
উল্লেখ্য, 'অন্তরাত্মা' ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে শাকিব খান ও শাহেদের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শনা বণিকও অভিনয় করেছেন।
Comments