কান চলচ্চিত্র উৎসব শুরু, গাজা ইস্যুতে নীরবতার সমালোচনা

ফ্রান্সের রিভিয়েরায় মঙ্গলবার শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কান চলচ্চিত্র উৎসব। তবে এবারের উৎসবের শুরুতেই বিতর্ক সৃষ্টি হয়েছে। গাজায় ইসরাইলের গণহত্যা নিয়ে নীরবতার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কান কর্তৃপক্ষ। গাজার পক্ষে অবস্থান নেওয়ার জন্য তাদের চাপ দিচ্ছেন বিশ্ব চলচ্চিত্র জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। এএফপি
বিশ্ববিখ্যাত 'শিন্ডলার্স লিস্ট' চলচ্চিত্রের অভিনেতা রালফ ফাইনস এবং কানের পুরস্কারজয়ী চারজন পরিচালকসহ মোট ৩৮০ জনেরও বেশি চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তি একটি খোলা চিঠিতে চলচ্চিত্র শিল্পের 'নীরবতা' নিয়ে নিন্দা প্রকাশ করেছেন।
তারা চিঠিতে বলেছেন, গাজায় যখন গণহত্যা চলছে, তখন আমাদের নীরব থাকা ঠিক না। ফরাসি পত্রিকা 'লিবারেশন' ও মার্কিন ম্যাগাজিন 'ভ্যারাইটি' তাদের চিঠিটি প্রকাশ করেছেন। চিঠিটি প্রো-প্যালেস্টিনিয়ান অ্যাকটিভিস্টদের কয়েকটি সংগঠনের উদ্যোগে লেখা হয়েছে।
চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন হলিউড অভিনেতা রিচার্ড গিয়ার, সুসান সারান্ডন, স্প্যানিশ খ্যাতিমান পরিচালক পেদ্রো আলমোদোভার এবং কানের পুরস্কারজয়ী রুবেন অস্টলান্ড, মাইক লি এবং কোস্টা-গাভরাসের মতো নামকরা চলচ্চিত্র নির্মাতারা।
Comments