এখন কেমন আছেন তটিনী

চট্টগ্রামে একটি নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে আহত হয়েছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। শুটিং সেটে আহত হওয়ার পর তাৎক্ষণিক সেখানকার ম্যাক্স হাসপাতালে নেয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে হোটেলে ফেরেন এ অভিনেত্রী।
রোববার (১১ মে) চট্টগ্রামে এ ঘটনার পর চিকিৎসা শেষে হোটেলে ফিরলেও এখনো শারীরিক দুর্বলতা কাটেনি অভিনেত্রী তটিনীর। তবে বর্তমানে আগের থেকে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।
জানা গেছে, আপাতত শুটিং করার মতো অবস্থায় নেই তটিনী। এ কারণে তার অংশ প্যাকআপ করা হয়েছে। আর এদিন সকালের একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন তিনি।
সোমবার (১২ মে) একটি সংবাদমাধ্যমকে এ অভিনেত্রী বলেন, আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো অনুভব করছি। তবে এখনো পুরো সুস্থ মনে হচ্ছে না। খুবই অসুস্থ লাগছে। শরীরটাও ভালো লাগছে না। দু-একদিন কিছুটা কষ্ট হবে। আশা করছি শিগগিরই সুস্থ হব, ইনশাআল্লাহ।
এদিকে অভিনেত্রী তটিনী ঢাকায় ফিরলেও তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব ও টিমের একাংশ এদিন রাতে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে। একক দুয়েকটি দৃশ্য ধারণ শেষ করে ঢাকায় রওনা হবেন অভিনেতা।
এর আগে রোববার জানা যায়, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে একটি বাংলাতো 'মন মঞ্জিলে' নামের একটি নাটকের শুটিং করছিলেন অভিনেত্রী তটিনী ও অভিনেতা তৌসিফ। সেখানে শুটিংয়ের সময় অসাবধানতাবশত থেকেই একটি লাইট স্ট্যাট তটিনীর মাথায় পড়ে। ফলে গুরুতর আঘাত পান তিনি। তারপর স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয় তাকে।
এ ঘটনায় চিকিৎসকরা জানান, মাথায় চোট লেগেছে। এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন অভিনেত্রী।
Comments