জুনে মুক্তি পাচ্ছে 'স্কুইড গেম-৩'

সিরিজ কিংবা সিনেমা জগতের খোঁজখবর রাখেন কিন্তু স্কুইড গেমের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ২০২১ সালের সেপ্টেম্বরে বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় কোরিয়ান সিরিজ 'স্কুইড গেম'। মুক্তির পর পুরো বিশ্বে এর উন্মাদনা ছড়িয়ে পড়ে অল্প দিনের মধ্যেই।
প্রথম সিজনের ব্যাপক জনপ্রিয়তার পর গেল বছর, অর্থাৎ ২০২৪ সালের শেষ দিকে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় কিস্তি। আগেরবারের থেকেও বেশি উন্মাদনার সৃষ্টি করে এই সিরিজটি। দ্বিতীয় মৌসুমটি অসম্পূর্ণ রেখে ঘোষণা দেওয়া হয় যে, ২০২৫ সালেই মুক্তি পাবে সিরিজটির তৃতীয় এবং শেষভাগ।
পূর্ব নির্ধারিত রিলিজ ডেট অনুযায়ী, এবার আনুষ্ঠানিক ভাবেও ঘোষণা দেওয়া হলো স্কুইড গেমের তৃতীয় কিস্তি মুক্তির। চলতি বছর জুন মাসের ২৭ তারিখ নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে 'স্কুইড গেম-৩'।
বাংলাদেশ সময় ৫ মে (সোমবার) রাতে নেটফ্লিক্স এবং স্কুইড গেমের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সিরিজটির ট্রেইলার প্রকাশিত হয়। যেখানে দেখানো হয় দ্বিতীয় মৌসুম শেষে কী হতে চলেছে কিংবা কী হতে পারে। ট্রেইলারটি এক রাতেই বিশ্বজুড়ে আবারও স্কুইড গেমের হাইপ তৈরি করেছে। দর্শকদের মধ্যে আবারও এই সিরিজটির উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।
সিরিজটিতে শেষ পর্যন্ত কী হয়, খেলোয়াড়দের মধ্যে শেষ পর্যন্ত কারা এই জীবন-মরণের খেলায় টিকে থাকে, তা দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। তবে সিরিজটির অন্তিম পরিণতি কী হয় হবে সেটা জানতে এবং দেখতে হলে দর্শকদের অপেক্ষা করতে হবে জুনের ২৭ তারিখ পর্যন্ত। সবাই আশা করছেন, প্রথম দুই কিস্তির মতো নতুন কিস্তিও একইভাবে জনপ্রিয়তার তুঙ্গে থাকবে এবং দর্শকদের আকাঙ্ক্ষা পূরণ করবে।
Comments