প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন সোনু নিগম

সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করার সময় কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ আসায় পেহেলগাম প্রসঙ্গ টেনে উক্ত ভাষাকে অপমান করেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। তারপরই শুরু হয় নানা বিতর্ক ও সমালোচনা। এমনকি গুঞ্জন উঠে―কন্নড় ইন্ডাস্ট্রি থেকে ব্যান করা হবে এ গায়ককে।
এ নিয়ে যখন নানা বিতর্ক, ঠিক তখনই প্রকাশ্যে ক্ষমা চাইলেন সোনু নিগম। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযাী, সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, 'দুঃখিত কর্ণাটক। আমার ভালোবাসা তোমার জন্য আমার ইগোর থেকে অনেক বড়। সবসময় ভালোবাসি তোমায়।'
এদিকে প্রিয় তারকার অকপটে ক্ষমা চাওয়ায় খুশি হয়েছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ ব্যাপারে একজন লিখেছেন, দর্শকদের উচিত গায়ককে সম্মান জানানো। সোনু জি, আপনি আপনার মহত্ব দেখিয়েছেন। আবার একজন লিখেছেন, নিজের ভুল বুঝে ক্ষমা চাওয়ার বিষয়টি আনন্দ দেয়। বাকিদের থেকে আলাদা করে আপনাকে। আপনার এই পোস্ট কন্নড় ভাষার মানুষদের কাছে অনেক বড় প্রাপ্তি।
প্রসঙ্গত, এপ্রিলের শেষ সপ্তাহে বেঙ্গালুরুর বীরনগরের একটি কলেজে একটি অনুষ্ঠানে পারফর্ম করছিলেন সোনু নিগম। শোয়ের এক পর্যায়ে এক ভক্ত কন্নড় ভাষায় একটি গানের অনুরোধ জানান। এ কথা শুনে গায়ক বলেন, কন্নড়, কন্নড়, কন্নড়, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটেছে পেহেলগামে।
সোনু নিগমের এ মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। শুরু হয় বিতর্কের। এ ঘটনায় 'কর্ণাটক রক্ষা বেদিকে'র বেঙ্গালুরুর সভাপতি অভিযোগ দায়ের করেন গায়কের বিরুদ্ধে। আর এ নিয়ে বিতর্কের মধ্যেই এবার ক্ষমা চাইলেন বলিউড তারকা।
Comments