পুরুষতান্ত্রিক সমাজে বাস করলেও সেখানে মরতে রাজি নন বাঁধন

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ অভিনেত্রী আজমেরী হক বাঁধন অভিনয়ের পাশাপাশি সমাজ সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখেছেন। জুলাই বিপ্লবের সময় সরকার পতনের আন্দোলনে রাস্তায় নামা এই অভিনেত্রী এরপর কিছুটা নীরব হয়ে যান। সেই সময় থেকে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি, অভিনয় থেকেও কিছুটা দূরে ছিলেন তিনি।
তবে দীর্ঘদিনের আড়াল ভেঙে সম্প্রতি আবারও সরব হয়েছেন বাঁধন। ভক্তদের সঙ্গে সামাজিক মাধ্যমে যোগাযোগ রেখে চলেছেন। শনিবার (৩ মে) নিজের ফেসবুক প্রোফাইলে একটি বিবৃতি পোস্ট করেন তিনি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বাঁধন বলেন, "আমি পুরুষতান্ত্রিক সমাজে বসবাস করি, কিন্তু আমি সেখানে মরতে রাজি নই। আমি এমন পৃথিবী দেখতে চাই না যেখানে অধিকার নির্ধারিত হবে ক্ষমতায় এবং শর্তসাপেক্ষে হবে স্বাধীনতা।''
অভিনেত্রী আরও বলেন, ''আমি এমন ভবিষ্যতে বিশ্বাসী যেখানে প্রতিটা মানুষের কথা বলার অধিকার থাকবে, পছন্দ থাকবে এবং থাকবে নিজেদের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার— যা কেড়ে নেওয়ার অধিকার কারো নেই।"
Comments