আমির খানের ‘সিতারে জমিন পার’ মুক্তির তারিখ জানা গেল

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত তারকা আমির খানের 'তারে জমিন পার' সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে হইচই ফেলে দিয়েছিল এই ছবি। তখন থেকেই আমিরের পরিকল্পনা ছিল, 'তারে জমিন পার' ছবির সিক্যুয়েল তৈরি করবেন। তা এবার বাস্তবে রূপ নেওয়ার পথে। অবশেষে মুক্তি পেতে চলেছে 'তারে জমিন পার'- এর সিক্যুয়েল 'সিতারে জমিন পার'।
এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, আমির তার এই নতুন স্পোর্টস ড্রামা আগামী ৩০ মে বড়পর্দায় রিলিজ করাতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে ছবি মুক্তির তারিখ সপ্তাহ দুয়েক পিছিয়ে দেন আমির
ছবিটি ৩০ মে -এর বদলে মুক্তি পাবে ২০ জুন। ছবির সম্পাদনার কাজ ইতোমধ্যে শেষ। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবিটি স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে- যা আমিরের ছবির বিশেষত্ব।
আগামী ১ মে অজয় দেবগণ অভিনীত 'রেইড টু' ছবিটি বড়পর্দায় মুক্তি পাচ্ছে। সেই ছবির সঙ্গেই এবার যুক্ত হল 'সিতারে জমিন পার'। এই ছবির মাঝেই মুক্তি পাবে 'সিতারে জমিন পার'-এর ট্রেলার। সঙ্গে আরও একবার প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের জানিয়ে দেওয়া হবে সিনেমাটি মুক্তির দিনক্ষণ। আপাতত আমির ঢাক-ঢোল পিটিয়ে শুরু করবেন সিনেমার প্রচার-প্রচারণা।
Comments