ফিলিস্তিনে হামলার প্রতিবাদে রাস্তায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমানে পর্দায় খুব একটা দেখা যায় না তাকে। তবে ভালো গল্প ও চরিত্র পেলে নিজের উপস্থিতি জানান দেন তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় দেখা যায় তাকে।
এবার এ অভিনেতা ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর কাকরাইলে 'নিরাপদ সড়ক চাই' অফিসের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষ হলে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
ইলিয়াস কাঞ্চন সমাবেশে ইসরায়েলকে শিগগিরই গাজায় চালানো নৃশংসতা ও শিশু হত্যা বন্ধের দাবি জানান। তিনি বলেন, বিশ্ববাসীর শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে ইসরায়েলি বাহিনী কোণঠাসা হয়ে পড়েছে। ফলে মিত্র মার্কিনযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে শীতল আচরণ শুরু করছে।
এ অভিনেতা বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফা ইস্যুতে মুসলিম বিশ্বের নীরব বা বক্তব্য নির্ভর ভূমিকা খুবই হতাশাজনক। সেই তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশ এবং তৃতীয় বিশ্বের দেশগুলোর সাধারণ মানুষ প্রতিবাদ সমাবেশে ভীষণ মুখর। যার প্রভাব ধারাবাহিকভাবে ইসরায়েলি হানদারদের ওপর পড়ছে।
এর আগে সোমবার জাতীয় প্রেসক্লাব চত্বরে গাজায় চলা ইসরায়েল বাহিনীর গণহত্যার প্রতিবাদে গণশক্তি সভার আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে প্রতিবাদ জানান ইলিয়াস কাঞ্চন।
Comments