মেহজাবীন-রাজীবের ছবি দেখে মুগ্ধ ভক্তরা

নতুন জীবনে পা রেখে এবার ঈদে নতুন পরিকল্পনা করেন মেহজাবীন-রাজীব দম্পতি। পারিবারিক মেলবন্ধনে ঈদের আমেজ বিরাজ করেছে দুই পরিবারে। তবে ঈদ শেষে মেহজাবীন চৌধুরী তার স্বামী আদনান আল রাজীবের সঙ্গে ফেসবুকে শুভ্র-সাদা পোশাকে মিশরের পিরামিডের সামনে দাঁড়িয়ে রোমান্টিক কিছু ছবি শেয়ার করেছেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ভেরিফাইড ফেসবুকে একগুচ্ছ ছবি শেয়ার করে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, 'আমার জীবনের সবচেয়ে সুন্দর এবং অবিস্মরণীয় দিনগুলোর একটিতে ফিরে গেলাম। আমাদের চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য আমি আমার অবিশ্বাস্য প্রিয় মালতি টিমের সঙ্গে তখন মিশরে ছিলাম।'
তিনি আরও বলেন, 'রাজকীয় পিরামিডের সামনে একটি সাধারণ ফটোশুট হওয়ার কথা আমরা পরিকল্পনা করেছিলাম—এমন কিছু যা আমি সবসময় স্বপ্ন দেখেছিলাম। কিন্তু আমি খুব কমই জানতাম, জীবনের অনেক বেশি অসাধারণ কিছু পরিকল্পিত ছিল।'
তার ভাষায়, 'যখন আমরা আমাদের পটভূমি হিসেবে আইকনিক পিরামিডগুলোর সাথে সেখানে দাঁড়িয়েছিলাম, তখন সেই "সাধারণ" ফটোশুটটি আমার বুনো স্বপ্নের বাইরে একটি মুহূর্তে রূপান্তরিত হয়েছিল। আদনান হাঁটু গেড়ে আমাকে প্রস্তাব দেয়।'
মেহজাবীন বললেন, 'সেখানে থাকা মাত্রই অনুভূত হয়েছিল- মিশর, এমন একটি জায়গা যা শৈশব থেকেই আমাকে তার সমৃদ্ধ সংস্কৃতি, কালজয়ী ইতিহাস, পিরামিড এবং মমিগুলোর রহস্য দ্বারা মুগ্ধ করেছিল। এটা আমার ভালো লাগার তালিকার শীর্ষে ছিল। এবং তারপরে, সেখানে বিশেষ কিছু ঘটতে… এটা ছিল যাদুকর, অপ্রত্যাশিত এবং সব দিক থেকে নিখুঁত।'
তারিখ হিসেবে অভিনেত্রী জানালেন, 'নভেম্বর ২০, ২০২৪—আমাদের হৃদয়ে চিরকালের জন্য খোদাই করা একটি দিন।'
Comments