ঈদে বিঞ্জ-এ মোশাররফ করিমের ডাবল ধামাকা!

এইবার ঈদের আনন্দ বিঞ্জ-এর সাথে। এবারের ইদে বিঞ্জ নিয়ে আসছে ডাবল ধামাকা! মোশাররফ করিমের ডাবল ধামাকা নিয়ে বিঞ্জ প্রস্তুত দর্শকদের আনন্দ দিতে। ইদের ২য় ও ৪র্থ দিনে মোশাররফ করিমের ডাবল কমেডি নাটক আসছে বিঞ্জ-এর অফিসিয়াল ইউটিউবে। নাটক দুটি পরিচালনা করেছেন সোহেল হাসান ও নিয়াজ মাহবুব।
ঈদের ২য় দিন 'ত্যাড়া জামাই' এবং ৪র্থ দিন 'টেনশন' প্রকাশিত হবে বিঞ্জ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে । নাটক দুটির পোস্টার মুক্তি পেয়েছে ২৩ মার্চ, আর তখন থেকেই দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করে।

'ত্যাড়া জামাই' নাটকে মোশাররফ করিম বিশেষ আকর্ষণ থাকলেও তার সাথে আরো অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, কচি খন্দকার ও আরো অনেকে। অন্যদিকে 'টেনশন' নাটকে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, স্বর্নলতা দেবনাথ ও আরও অনেকে।

মোশাররফ করিমের কমেডি ঘরনার নাটক সবসময়ই দর্শক প্রিয়তার শীর্ষে থাকলেও এই দুটি নাটকে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বলে জানিয়েছেন মোশাররফ করিম নিজে।
ঈদে মুক্তি পাচ্ছে বছরের অন্যতম সেরা দুই কমেডি নাটক 'ত্যাড়া জামাই' এবং 'টেনশন'। যদি আপনি ঈদে ব্যতিক্রমী কমেডি নাটক খুঁজে থাকেন, তাহলে এই নাটক দুটি একদমই মিস করা যাবে না! ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এখনি।
Comments