আমেরিকার মঞ্চ কাঁপাতে প্রস্তুতি নিচ্ছেন জায়েদ খান

বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকার কারণে দেশে নেই ঢালিউড চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরে আমেরিকায় ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। এরই ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে আয়োজিত বসন্ত উৎসব মাতাতে প্রস্তুতি নিতে চলেছেন এ সুপারস্টার।
ঢালিউড সিনেমায় অভিনয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জায়েদ খান। তবে নিয়মিত স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন তিনি। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তা ধরে রেখেছেন এ অভিনেতা।
আমেরিকায় আয়োজিত বসন্ত উৎসব প্রসঙ্গে জায়েদ খানের কাছে কিছু জানতে চাইলে সংবাদমাধ্যমে জায়েদ বলেন, হ্যাঁ বসন্ত উৎসবের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার সঙ্গে মঞ্চে পারফর্ম করবে আমেরিকার বংশোদ্ভূত একঝাঁক মেয়ে।
জায়েদ আরও বলেন, আমার দেশের নব্বই দশকের বাংলা সিনেমার গানের সঙ্গে পারফর্ম করবো। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠানটি শনিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অনুষ্ঠিত হবে।
Comments