আমার পরিবারের কেউ কখনো উপার্জন করেনি: পপি
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে তিনি। বিয়ে এবং সন্তান সম্পর্কেও তিনি কিছু প্রকাশ করেননি। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে হঠাৎ করেই আলোচনায় এই অভিনেত্রী। পপির বিরুদ্ধে তার বাবার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন ফিরোজা পারভীন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
এবার বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পপি। তিনি বলেন, বাবা ও চাচার কাছ থেকে ৬ কাঠা জমি আমার কষ্টার্জিত টাকা দিয়ে কিনেছি। কিন্তু এদের অত্যাচারের জন্য এখনো পর্যন্ত এই জমি ভোগ করতে পারিনি। জমি দখলের অভিযোগে পপি বলছেন, আমি কেন জমি দখল করব? আমি একবারও বলেছি ওই জমি নেব, আমার লাগবে?
অন্যদিকে উপার্জনের প্রসঙ্গে পপি আরও বলেন, পুরো পরিবার পপির উপার্জনে সারাজীবন চলেছে। এ তথ্য উল্লেখ করে পপি বলেন, এদের শরীরের চামড়া, জামা কাপড় সব আমার পরিশ্রমের টাকায় কেনা৷ আমার পরিবারের কেউ কখনো উপার্জন করে খায়নি। আমার বাবা কিন্তু ১৯৯৪ সালে এদেরকে (পরিবার) উপার্জন করে চালায়নি। বরং পুরো পরিবার আমার টাকায় চলেছে।
অন্যদিকে, জিডি করার পর পরদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পপির বোন ফিরোজা পারভীন ও মা মরিয়ম বেগম মেরি। ফিরোজা জানান, এক বছর আগে তাদের বাবা মারা গেছেন এবং তার নামে ৬ কাঠা জমি রেখে গেছেন। তবে পপি সেই জমি নিজের নামে লিখে নিতে চায়, যা পরিবারের সদস্যরা মেনে নিতে রাজি নন।
ফিরোজা আরও জানান, জমি নিয়ে আলোচনা করতে গেলে পপি তাকে মারধর করেছে এবং হুমকি দিয়েছে। এ বিষয়ে তার মারধরের ভিডিও জিডির সঙ্গে থানায় জমা দেয়া হয়েছে। পপির মা মরিয়ম বেগম বলেন, পপির অনেক টাকা-পয়সা থাকার পরেও জমির জন্য তার এত আগ্রহের কারণ তারা বুঝতে পারছেন না। তিনি মনে করেন, পপি তার স্বামীর কথায় এই কাজ করছেন।
Comments