নোরা ফাতেহির মৃত্যুর সংবাদে যা জানালো অভিনেত্রীর টিম
![](https://dhakajournal.com/sites/default/files/styles/big_1/public/images/2025/02/05/nora.jpg?itok=4bHKljfZ×tamp=1738758568)
কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ংকর দাবানল থেকে বেঁচে ফিরেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। আর এবার শোনা যাচ্ছে আর মৃত্যুর খবর। হঠাৎ করেই বুধবার (৫ ফেব্রুয়ারি) নোরা ফাতেহির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের দাবি, 'বাঞ্জি জাম্পিং' করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন অভিনেত্রী।
বলিউড লাইফ থেকে জানা যায়, নোহার মৃত্যুর গুজবকে কেন্দ্র ভাইরাল ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায় এক নারী বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান। তার মুখ স্পষ্ট নয়। এই ভিডিওতে দাবি করা হয়, ইনি হলেন নোরা ফাতেহি, যিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। ক্যাপশনে লেখা হয়,'বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।'
এ খবর খবর ছড়িয়ে পড়তেই নোরার সহযোগী টিমের পক্ষ থেকে সত্যিটা জানানো হয়েছে। বলা হয়েছে, নোরা একদমই সুস্থ আছেন। তার মৃত্যুর খবরটি শুধুই গুজব। তবে নোরার অনেক ভক্তরা অভিনেত্রীর সুস্থতা নিয়ে তাদের ভাবনার কথা বলেছেন। অনেকেই বলছেন অভিনেত্রীর নিজের ভিডিওতে এসে বিষয়টা নিয়ে কথা বলা উচিত।
অন্যদিকে, বর্তমানে সিনেমা আর নাচ নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী। সম্প্রতি বলিউডে একদশক পূর্ণ করেছেন নোরা ফাতেহি। নবেশকিছু সিনেমায় আইটেম গানে নাচ দিয়েও আলোচনায় আছেন তিনি।
Comments