তাহসান ভক্তদের জন্য নতুন সুখবর
একক জীবনের অবসান ঘটিয়ে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। গত ৪ জানুয়ারি জানা যায়, পাত্রী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। আর তাদের বিয়ের খবর এখন দেশের টক অব দ্যা কান্ট্রিতে রূপ নিয়েছে। এ অবস্থায় গায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের জন্য এলো নতুন সুখবর।
তাহসান দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই। তবে এরইমধ্যে নতুন গান নিয়ে ফিরেছেন। সেই ধারাবাহিকতায় আরও একটি নতুন গান নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। গানটির প্রকাশনার অনুষ্ঠানে এটি তৈরির গল্পও শোনাবেন জনপ্রিয় এ গায়ক।
তাহসানের নতুন এ গানের শিরোনাম 'একা ঘর আমার'/ (Lonely Home)। স্যাড রোমান্টিক ধাঁচের গানটির কথা ও সুর তিনি নিজেই করেছেন। আর এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিও-ও নির্মাণ করা হয়েছে। যা নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিডিওতে তাহসান ও সিঁথি মডেল হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রযোজনায় নির্মিত গানটি অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
গত বছরের নভেম্বরে 'ভুলে যাব' শিরোনামে সবশেষ গান প্রকাশ হয় তাহসানের। হলিউডে শুটিং হয়েছিল গানটির। তবে প্রতিমাসে একটি করে গান প্রকাশের ইচ্ছা রয়েছে তার। আর গানগুলো বাংলা ও ইংরেজিতে রেকর্ড করা হবে। বিশাল বাজেটের সেই গানগুলোর মিউজিক ভিডিও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের বহুল জনপ্রিয় গেম শো 'ফ্যামিলি ফিউড'র স্বত্ব কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ। আর এই শোর মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর কোনো অনুষ্ঠানে ফিরতে যাচ্ছেন তাহসান খান। শোটি সঞ্চালনা করতে দেখা যাবে তাকে। গত বছরের ডিসেম্বরেই এর শুটিং শুরু হয়েছে।