২০২৪ সালের বক্স অফিস মাতিয়েছে যেসব হলিউড সিনেমা
আর কিছুদিন পরই শুরু হবে নতুন বছর ২০২৫। আর নতুন বছরকে স্বাগতম জানানোর আগের হলিউড হিসাব করছে ২০২৪ সাল নিয়ে। চলতি বছর হলিউডে মুক্তি পেয়েছিল বেশ কিছু আলোচিত সিনেমা। এই সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তুলেছিল। আর কিছু সিনেমা বক্স অফিসে সেভাবে ভালো না করলেও ওটিটির দুনিয়ায় আসতেই সাড়া ফেলেদিয়েছিল।
ভ্যারাইটির প্রতিবেদন থেকে জানা যায় চলতি বছর হলিউডের বেশ কিছু সিনেমা মুক্তি পায়নি যেটা কিছুটা হতাশ করেছে ভক্তদের। মূলত বছরের শুরু থেকেই লেখক ও অভিনয়শিল্পীদের ধর্মঘট চলছিল হলিউডে। এসব সংকটের মধ্যে অধিকাংশ সিনেমাই মুক্তির তারিখ পিছিয়েছে।
চলতি বছরের বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পেয়েছিল হলিউডের তাই ভক্তরা আশা করেছিলেন প্রিয় তারকার সিনেমা বক্স অফিস মাত করবে, কিন্তু কিছু সিনেমা হতাশ করেছে। এ তালিকায় 'জোকার: ফোলি আ দু' ও 'ক্রাভেন দ্য হান্টার'-এর মতো সিনেমার কথা বলতেই হবে। বহুল আলোচিত সিনেমা দুইটির মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তা কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে দুইটি সিনেমা।
তবে ২০২৪ সালে চমক দেখিয়েছে অ্যানিমেশন ও হরর সিনেমা। প্রায় ২০০ কোটি ডলার ব্যবসা করে 'ইনসাইড আউট টু' সর্বকালের সেরা ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার তকমা পেয়েছে। 'মোয়ানা টু' পৌঁছে গেছে ১০০ কোটির ঘরে। তবে আলোচনায় থাকলেও মোটামুটি ব্যবসা করছে 'মুফাসা: দ্য লায়ন কিং'। এর বাইরে 'ডেসপিকেবল মি ফোর', 'কুং ফু পান্ডা ফোর' ও 'অরিয়ন অ্যান্ড দ্য ডার্ক' এই সিনেমাগুলো বিশ্বব্যাপী দারুণ আয় করেছে। দর্শকের প্রশংসাও পেয়েছে।
অন্যদিকে হলিউড ভক্তদের মন জয় করেছে হরর সিনেমা যার প্রভাব দেখা গেছে বক্স অফিসেও। 'লংলেগস', 'নসফেরাতু' ও 'স্মাইল টু' দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। 'দ্য সাবস্ট্যানস', 'দ্য ফার্স্ট উইমেন', 'হেরেটিক', 'আবিগেইল', 'লিসা ফ্রাঙ্কেস্টাইন', 'আ কোয়াইট প্লেস: ডে ওয়ান'সহ ভৌতিক সিনেমা কুড়িয়েছে প্রশংসা।
চলতি বছরের আলোচিত সিনেমাগুলোর বড় অংশ ছিল অন্য সিনেমার সিকুয়াল, রিমেক কিংবা ফ্র্যাঞ্চাইজির অংশ। উদাহরণ হিসেবে বলা যায়, 'ইনসাইড আউট টু', 'ডেডপুল অ্যান্ড উলভারিন', 'মোয়ানা টু', 'ডেসপিকেবল মি ফোর', 'ডুন পার্ট টু', 'গডজিলা এক্স কং: দ্য নিউ এমপায়ার' ও 'কুং ফু পান্ডা ফোর'।
সবলিয়ে বলা যায় ভালো মন্দ মিলিয়ে বেশ ভালো গিয়েছে ২০২৪ সালের হলিউড সিনেমার কালেকশন। অন্যদিকে নতুন বছর মুক্তির অপেক্ষায় আছে একাধিক বহুল প্রত্যাশিত সিনেমা। সিনেমার বাইরেও হলিউডের এছর একের পর এক আলোচিত ওয়েবসিরিজ মুক্তি দিয়েও প্রশংসা পেয়েছে।