প্রথমবার বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে টাইগার ও কৃশকে
বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও হৃতিক রোশন। তাদের কখনো একসঙ্গে দেখা যায়নি। বছরের শেষে এসে সেউ চমক পেতে যাচ্ছেন দুই তারকার ভক্তরা। কারণ তাদের একসঙ্গে দেখা যাবে।
বলিউড লাইফ থেকে জানা যায়, কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল 'টাইগার' ও 'কৃশ' হাত মেলাচ্ছেন, পর্দা ভাগ করতে চলেছেন। তবে বড় পর্দা নয় বরং বিগ বাজেটের বিজ্ঞাপনে। যেটি নির্মাণ করবেন পরিচালনায় আলি আব্বাস জাফর। যার ঝুলিতে 'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়', 'ভারত'-এর মতো ব্লকবাস্টার সিনেমা। দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে এই খবর জানার পরেই তাদের ভক্তরা দারুণ উৎসাহিত।
যদিও সংস্থার দাবি, বিজ্ঞাপন বলে কোন কার্পণ্য করা হচ্ছে না। একাধিক অ্যাকশন দৃশ্য দেখা যাবে। সেই জন্যই এই দুই তারকাকে নেয়া হয়েছে। জানা গেছে, শিগগির শুটিং শুরু হবে বিজ্ঞাপনী ছবিটির। মুম্বাইয়ের বিভিন্ন জুড়ে শুটিংয়ের জায়গা বাছা হচ্ছে।