মালয়েশিয়ায় প্রবাসীদের অনুষ্ঠানে শাকিব-দীঘি
শত ব্যস্ততার মাঝেও মালয়েশিয়ায় 'রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি'-তে অংশ নিয়েছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অনুষ্ঠানে অংশ নেয়ার পর সংবাদমাধ্যমে নিজেদের মতামত জানান এ দুই তারকা।
রোববার (৮ ডিসেম্বর) টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাধারণ দর্শকরা বিনামূল্যে প্রবেশ করার সুযোগ পান।
অনুষ্ঠানে অংশ নেয়া প্রসঙ্গে শাকিব বলেন, নিরাপত্তার কারণে বিদেশ ভ্রমণে আমার সাথে সব সময় স্টাফরা থাকেন। কিন্তু এবার আমার স্টাফদের অনেকেরই ভিসা আটকে গেছে। আমি তাই বলতেই পারতাম, আমার স্টাফদের ভিসা হয়নি, আমি আসতে পারছি না।
শাকিব আরও বলেন, কিন্তু আমি তা করিনি। আমি প্রবাসীদের অনেক শ্রদ্ধা করি, ভালোবাসি। তাই শুধু মালয়েশিয়ার প্রবাসীদের কথা চিন্তা করে একজন স্টাফকে সঙ্গে নিয়ে এখানে চলে এসেছি।
প্রবাসীদের নিয়ে শাকিব বলেন, বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রবাসীরা অক্লান্ত পরিশ্রম করেন। আমি সব সময় তাদের স্যালুট জানাই। প্রবাসীরা নিজের দেশ আর সিনেমাকে অনেক ভালোবাসেন। আর সে ভালোবাসার টানেই এখানে ছুটে এসেছি।
অভিনেত্রী দীঘি বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই দেশে আমরা ভালো আছি। তারা আমাদের দেশের রিয়েল হিরো। আমরা তাদের সম্মানিত করতে ও বিনোদন দিতে কুয়ালালামপুরে এসেছি।
'রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি' অংশ নিতে শাকিব ও দীঘি ছাড়াও উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ওয়ান শিল্পী পুলক অধিকারী, ভাবনা, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।