মাইকেল জ্যাকসনের বায়োপিক মুক্তির নতুন তারিখ কবে
'কিং অব পপ' মাইকেল জ্যাকসন যেমনি আলোচিত তেমনি সমাদৃত বিশ্বজুড়ে। তার অবিশ্বাস্য মৃত্যু বিশ্বকে ধাক্কা দিয়েছিল। যিনি মৃত্যুকে জয় করতে নিজের চারপাশ গড়েছিলেন প্রতিরক্ষার মোড়কে। মাত্র ৫০ বছর বয়সে কিংবদন্তির হঠাৎ মৃত্যু ভক্তরা এখনও মেনে নিতে পারেন নি। তার সংগ্রামী জীবন থেকে বিলাসের জীবন সবটাই তুলে ধরা হয়েছে তার জীবনীতে।
সিনেমার পর্দায় সবার প্রিয় গায়ক জীবন্ত হয়ে উঠবেন। অ্যান্টোইন ফুকুয়ার পরিচালনায় মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। কিংবদন্তি তারকার সিনেমার মুক্তির তারিখ জানিয়েছিল হলিউড রিপোর্টার। ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হচ্ছে না।
আগের ঘোষণা করা তারিখে সিনেমাটির মুক্তি আটকে গেছে। বদলে যাওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সিনেমা বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসবে আগামী বছরের ৩ অক্টোবর। প্রায় ৬ মাস পিছিয়েছে মুক্তির তারিখ।
ছবিটিতে মাইকেল জ্যাকসন চরিত্রে অভিনয় করছেন জাফার জ্যাকসন, যিনি মাইকেলের আপন ভাগ্নে। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, এবং কোলম্যান ডমিঙ্গো। সিনেমাটি পরিচালনা করেছেন অ্যান্টোয়ন ফুকুয়া, এবং এর চিত্রনাট্য লিখেছেন জন লোগান। প্রযোজক হিসেবে আছেন গ্রাহাম কিং, জন ব্রাঙ্কা, এবং জন ম্যাকক্লেইন।
ফুকুয়া সম্প্রতি সান দিয়েগো কমিক-কন এ সিনেমার অগ্রগতি নিয়ে আলোচনা করেন এবং জানান, তিনি সিনেমাটি সম্পাদনা করছেন। তিনি বলেন, 'মাইকেল আমার জীবনের বড় অংশ ছিলেন এবং আমি তার মানবিক দিকও ফুটিয়ে তুলতে চাই। আমি খুবই উত্তেজিত।'
মাইকেল সিনেমাটি ৩০টি মাইকেল জ্যাকসনের গান অন্তর্ভুক্ত করবে এবং এর দৈর্ঘ্যও দীর্ঘ হবে। পরিচালক চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরি পর্দায় তুলে ধরতে।