ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের তথ্যসেবা ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন

এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহ প্রদান করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল জেলা শাখার বাবুগঞ্জ উপজেলা কর্তৃক এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে তথ্যসেবা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বরিশাল জেলা শাখার সভাপতি জনাব আকবার হোসেন, জেলা শাখার অর্থ ও প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সৌরভ সরদারসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এসময় বরিশাল জেলা ছাত্রশিবিরের সম্মানিত সভাপতি উপস্থিত পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সফলতা কামনা করে দোয়া করেন। পরীক্ষার কেন্দ্র এলাকায় সুস্থ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ছাত্রশিবিরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এ ধরণের মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্ট অভিভাবক ও এলাকাবাসী মত প্রকাশ করেন।
Comments