সকাল থেকে রাজধানীতে ঝুম বৃষ্টি, অফিসগামীদের ভোগান্তি

রাজধানী ঢাকায় সকাল থেকেই শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই বৃষ্টি এই নিউজ লেখা পর্যন্ত (সকাল ১১টা) থামার কোন নাম নেই।
বৃষ্টির ফলে গরম কমে গেলেও অনেক এলাকায় পানি জমে বাড়িয়েছে দুর্ভোগ। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, তেজগাও, ধানমন্ডি, পুরান ঢাকা, বাড্ডাসহ অনেক এলাকায় রাস্তায় পানি জমে যায়। ফলে অফিসগামী মানুষ ও স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
ধানমন্ডি থেকে অফিসগামী যাত্রী নাসরিন সুলতানা বলেন, সকাল ৯টায় অফিস, ৮টায় বাসা থেকে বের হয়ে মূল রাস্তা পর্যন্ত আসতে যেয়ে দেখি ভিজে গেছি। রাস্তায় পানি, রিকশাও পাওয়া যাচ্ছিল না, নেই সেএনজি অটোরিকশাও। আমার মত অনেককেই কিছু না পেয়ে দাঁড়িয়ে থাকতে দেখি।
অনেক স্কুলে আজ সকালে পরীক্ষা ছিল। বৃষ্টির কারণে অভিভাবকরা বাচ্চাদের নিয়ে পড়েন চরম দুশ্চিন্তায়। অনেক শিক্ষার্থী ভিজেই পৌঁছায় স্কুলে।
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস ফলে পরিবেশ কিছুটা শীতল হয়েছে।
এদিকে, দেশের ছয়টি অঞ্চলের নদীবন্দরে দুপুর পর্যন্ত ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া অন্যান্য এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
Comments