ববি শিক্ষার্থীদের জন্য ঈদ ও গ্রীষ্মের ছুটিতেও লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার সুবিধার্থে পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মের ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুম খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের নির্দেশক্রমে লাইব্রেরিয়ান ড. গাজী জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, ঈদ-উল-আযহা ও গ্রীষ্মের ছুটিকালীন০১ থেকে ১২ জুন সময়ের মধ্যে আগামী ০১, ০২, ০৩, ১১ ও ১২ জুন বিশেষ ব্যবস্থায় সকাল ০৯ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত কেন্দ্রীয় লাইব্রেরির শুধুমাত্র রিডিং রুম খোলা থাকবে।
Comments