মেহেরপুরে চিড়িয়াখানায় বন বিভাগের অভিযানে ২৭টি বন্যপ্রাণী উদ্ধার

মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত 'মনোরমা মিনি চিড়িয়াখানা' থেকে অবৈধভাবে রাখা ২৭টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। রোববার(২৫ মে) বিকালে অভিযান শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। এ অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক আব্দুল্লাহ সাদিক ও অসীম মল্লিক।
অভিযানকালে চিড়িয়াখানা প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয়— দুটি বানর, দুটি কালেম পাখি, আটটি সজারু, একটি অজগর সাপ, একটি হরিয়াল, চারটি মুনিয়া, একটি কচ্ছপ ও চারটি বালি হাঁস।
পরিদর্শক অসীম মল্লিক জানান, "চিড়িয়াখানাটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ অনুমোদন ছাড়াই এসব বন্যপ্রাণী সংগ্রহ করে জনসম্মুখে প্রদর্শন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।"
উদ্ধারকৃত প্রাণীগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাণীগুলোর শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তাদের স্বাভাবিক পরিবেশে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
এছাড়াও, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬ ধারা এবং ৩৪(খ) ধারা লঙ্ঘনের অভিযোগে মনোরমা মিনি চিড়িয়াখানার মালিক তাহাজুদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, দেশের বন্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে বন বিভাগ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থাকে। এই অভিযান তারই একটি অংশ, যা প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধা জাগ্রত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Comments