ঈদের পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষ, নিহত ১

নেত্রকোনার দুর্গাপুরে ঈদুল আযহার শুভেচ্ছা পোস্টার লাগানো নিয়ে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক করাতকল শ্রমিক নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) রাত ৮ ঘটিকার সময় বাকলজোড়া ইউনিয়নের পুর্ব বাকলজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার মৃত তারাব উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসীরা জানান, পুর্ব-বাকলজোড়া এলাকার সন্তান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আযহা উপলক্ষে দুর্গাপুর ও আশপাশের বেশকিছু এলাকায় ঈদ-শুভেচ্ছার পোস্টার টাঙ্গানোর জন্য এলাকায় পোস্টার পাঠান। পরবর্তিতে সহকর্মীরা দুর্গাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ওই পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার বাঁধা দেন।
পরবর্তীতে হামিদুর রহমান রাশেদ এ বিষয়টি জামাল উদ্দিন মাস্টারের পিতা ইমাম হাসান আবুচান ও দুর্গাপুর থানার ওসিকে জানান। এতে জামাল মাস্টার আরো ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে ৩০-৩৫টি মোটর সাইকেলে তার সমর্থকদের নিয়ে পুর্ববাকলজোড়া গ্রামে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালায়ি ব্যপক ভাংচুর করে এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। ওই হামলায় রাশেদের ভাতিজা শফিকুল ইসলাম সফু (৪০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অরপরদিকে আলমগীর হোসেন (৩০), সৌরভ (২৪), শাকিল (৩২), লালচান মিয়া (৪৯), বাবুল মিয়া (৪২), মানিক মিয়া (৩০) সহ আরো অনেকেই ওই হামলায় গুরুতর আহত হয়েছেন।
গুরুতর আহত কালাচান মিয়া (৪৬) বলেন, ওই হামলার সময় জামাল উদ্দিন মাস্টার কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে এবং শফিকুল ইসলাম ওই গুলিতেই হয়েই মারা যান। এর পরপরই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর দুর্গাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
হত্যাকান্ড নিয়ে হামিদুর রহমান রাশেদ সাংবাদিকদের বলেন, হামলার বিষয়ে আমি মানুষিক কষ্টে আছি। এনিয়ে আগামীকাল জানাযার পর আপনাদের সাথে কথা বলবো।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করে প্রেপ্তারের চেষ্টা চলছে।
দেলোয়ার হোসেন তালুকদার, নেত্রকোনা
Comments