উল্লাপাড়ার আলোচিত মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইয়াসিন আলী (৬০) নামে এক কয়েদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। সে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া গ্রামের নিদান আলীর ছেলে।
এর আগে তার শ্বাসকষ্টের সমস্যার কারণে গত ১৫ দিন আগে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে রাজশাহী জেলা কারাগারে স্থানান্তর করে কারা কর্তৃপক্ষ। সেখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯ টার দিকে মৃত্যুবরণ করেন।
ইয়াসিন আলীর ছেলে ইদ্রিস আলী জানান, তার বাবার শ্বাসকষ্টের সমস্যার কারণে সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। পরে সেখানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি আরো জানান তার বাবা বিএনপি করায় আওয়ামী লীগ সরকারের মিথ্যা ধর্ষণ মামলায় প্রায় ১৫ বছর যাবৎ কারাগারে রয়েছে। তার বাবা কে আলোচিত পূর্ণীমা ধর্ষণের মিথ্যা সাজানো মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোঃ জামাল হোসাইন জানান দীর্ঘদিন যাবৎ ইয়াসিন আলী শ্বাসকষ্টের সমস্যায় ছিলেন, এরআগে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে পরে রাজশাহী স্থানান্তর করা হয়। সকালে শ্বাসকষ্ট হলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, চিকিৎসাধীন অবস্থায় তিনি সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু বরণ করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, ২০০১ সালে দেশের বহুল আলোচিত পূর্ণীমা রাণী ধর্ষণ মামলা হয়। এই মামলা ২০১০ সালে ১১ জন কে দোষী করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় আদালত।
Comments