মেহেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের কামড়ে আবুল কাশেম (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুর ৩টার দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের জালশুকা গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আবুল কাশেম ওই গ্রামের মৃত আবু জেহেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাঠে মহিষ চরাতে গেলে হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। দংশনের পরপরই পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গিয়ে স্থানীয় ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করেন। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। আজ রাত ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেমের মৃত্যু হয়।
Comments