চীনের অর্থায়নে প্রস্তাবিত তিন হাসপাতালের একটি হাটহাজারীতে স্থাপনের দাবি

চীনের অর্থায়নে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতাল উত্তর চট্টগ্রামের হাটহাজারীতে স্থাপনের দাবিতে নানা কর্মসূচি গ্রহণ করেছেন স্থানীয় হাটহাজারীবাসী। তারই পরিপ্রেক্ষিতে ও হাটহাজারীর সামাজিক উন্নয়ন বিষয়ে রোববার প্লাটফর্ম 'হাটহাজারীবাসী' ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন 'জাগৃতি'র একটি টিম হাটহাজারিবাসীর পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়েল উপদেষ্টা ফারুক এ আজম বীরবিক্রমের সাথে সাক্ষাৎ করেন। এ সময় ছিলেন মিসেস লিপি , ওসমান চৌধুরী, সোহেল রানা ও এস.এম.ফয়জুল্লাহ শহীদ। হাটহাজারীর উন্নয়ন বিষয়ে উপদেষ্টা ফারুক এ আজম বীরবিক্রম সাক্ষাৎ কারী টিমকে অবহিত করে বলেন, প্রস্তাবিত "চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল' নিয়ে তিনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছেন'।

এদিকে সোমবার উপজেলা পরিষদেও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন হাটহাজারীর স্থানীয় সাংবাদিক ঐক্য পরিষদ পরিবার।
ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম শনিবার (২৬ এপ্রিল) হাটহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা বিল যেখানে রয়েছে পরিত্যক্ত প্রায় ১৪৯ একর ও ১নম্বর ওয়ার্ডের দেওয়াননগর এলাকার মিঠাছড়া এলাকায় প্রায় ১৫২ একর, ও ফতেয়াবাদে আছে আরো শত একরসহ সরকারি খাস জমি যা উক্ত বিশেষায়িত হাসপাতাল এন্ড কলেজটির জন্য নির্বাচন করা সম্ভাব্য জায়গা হিসেবে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা হাসপাতাল নির্মাণের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা মূল্যায়ন করেন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়েও সংশ্লিষ্টদের জানান। এ বিষয়ে তিনি দিকনির্দেশনাও দেন।

দুই পার্বত্য জেলা (রাঙ্গামাটি-খাগড়াছড়ি) ও পাঁচ উপজেলার(হাটহাজারী-রাউজান-রাঙ্গুনিয়া-ফটিকছড়ি-সীতাকুন্ড) মধ্যবিত্ত শ্রেণির পঞ্চাশ লক্ষাধিক মানুষ মনে করছেন হাটহাজারীতে প্রস্তাবিত এক হাজার শয্যার চায়না-বাংলাদেশ হাসপাতাল এন্ড কলেজটি হবে স্বাস্থ্যসেবার অন্যতম ভরসাস্থল।
Comments