উল্লাপাড়ায় প্রচুর গাঁজা গাছ ধ্বংস করল প্রশাসন

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের মধ্য দিয়ে যাওয়া বিল সূর্য নদীর শাখা খালের দুইপাড়ে অসংখ্যা গাঁজা ও ভাং গাছের সন্ধান পেয়েছে প্রশাসন। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত থানা পুলিশ ও পৌরসভার কর্মীদেরকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজা ও ভাং গাছ কেটে অপসারণ করার পর পুড়িয়ে দেয়। উল্লাপাড়ার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন রাহাত খলিল প্রথমে এই গাঁজা ও ভাং গাছগুলোর সন্ধান পান।
আসয়াদ বিন রাহাত খলিল জানান, এবছর তিনি উল্লাপাড়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষা নিয়ন্ত্রনের দায়িত্ব পেয়েছেন। রোববার পরীক্ষা চলাকালে তিনি মাদ্রাসার দোতলা ভবন থেকে পাশের বিলসুর্য শাখা খালের দুইপাড়ে প্রচুর গাঁজা ও ভাং গাছ দেখতে পান। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মাদ হাসনাত জানান, ইতোমধ্যে তিনি গাঁজা ও ভাং গাছগুলো কেটে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে উল্লিখিত অতিরিক্ত কৃষি কর্মকর্তাকে তিনি উল্লাপাড়ায় মডেল থানায় একটি জিডি করার নির্দেশ দিয়েছেন। কীভাবে এইখালের দুইপাড়ের অনেকটা অংশ জুড়ে এতো গাঁজা ও ভাং গাছ জন্মালো এবং বেড়ে উঠলো তা তদন্ত করে দেখা হবে।
Comments