উল্লাপাড়ায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি বিভাগের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রোববার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমির সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আ. জা. মু. আহসান শহদী সরকার, উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, বগুড়া অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক ময়নুল হোসাইন সহ অনেকে।
এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও ইউনিয়নের কৃষকরা অংশগ্রহণ করেন। তাদের উদ্বুদ্ধ করতে আধুনিক বা স্মার্ট কৃষি ফসল উৎপাদন, পুষ্টিকর শাক-সবজিসহ বিভিন্ন ফসল উৎপাদন করার পরামর্শ দেওয়া হয়।
Comments