ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের গোপালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ওবায়দুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর তার লাশ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা।
শনিবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের আবু হানিফের ছেলে।
স্থানীয়রা জানায়, ৩/৪ জনের একটি দল গেল রাতে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এরমধ্যে গোপালপুর গ্রামের ওবায়দুল গুলিতে নিহত হন।
মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জানান, শনিবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটের দিকে গোপালপুর সীমান্তের ৪৮ নম্বর সীমানা পিলারের পাশে ভারতীয় মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় সীমান্তের গোপালপুর গ্রামের ওবায়দুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ কাঁটাতারে ঝুলছিল। পরে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওবায়দুল এর লাশ নিয়ে যায়। তিনি আরো বলেন, এ ঘটনায় একজন নিখোঁজের খবর লোকমুখে শুনেছি। এর কোন সত্যতা এখনো পাইনি।

মহেশপুর ৫৮ বিজিবির কোম্পানী কমান্ডার (সিও) কর্নেল রফিকুল ইসরাম জানান, শুনেছি ভারতের ২'শ গজ অব্যন্তরে একটি লাশ পড়ে আছে। ভারতীয় কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারি, ভারতীয় পুলিশ আসছে লাশটি নিতে। এরপর যাচাই-বাছাইয়ের পর জানা যাবে লাশটি বাংলাদেশী নাকি ভারতীয়। তবে এখনও এ ব্যাপারে কোন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভারতের অভ্যন্তরে একজনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ এমন তথ্য পেয়ে তিনি ৫৮-বিজিবির অধিনায়ককে ফোনে জানিয়েছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
Comments