মেলন্দহে আ'লীগ নেতার ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জামালপুরের মেলান্দহ মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি চিহ্নিত ভূমিদস্যু আব্দুর রহমান মাষ্টার (৫৫) এর ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ এপ্রিল) সকালে মাহমুদপুর ঠেংগেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মানববন্ধন করেন আগপয়লা ঠেংগেপাড়া ভুক্তভোগী এলাকাবাসী । এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী সাইফুল ইসলাম,নজরুল ইসলাম, নূর মাহমুদ ও শারমীন আক্তার।
ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ১০ এপ্রিল সকালে তিনি তার পৈতৃক সম্পত্তিতে পাট বুনতে যান। সেসময় স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান বাধা দেন ও এক পর্যায়ে সাইফুল ইসলামকে মারধর করেন। পরে গত ১২ এপ্রিল শনিবার সকালে স্থানীয় লোকদের নিয়ে জমি বিরোধের বিষয়টি নিয়ে মিমাংসার উদ্দেশ্যে বসলে, শালিসি বৈঠকে আবারও ভূমিদস্যু আব্দুর রহমান এর নেতৃত্বে ভূমিদস্যু হাসমত আলী, জুলহাস উদ্দিন সহ আরও ১০/১৫ জন স্থানীয় সন্ত্রাসী ও ভূমিদস্যুরা অতর্কিত হামলা চালায়।
হামলায় ভুক্তভোগী সাইফুল ইসলাম সহ স্থানীয় নূর ইসলাম ও টুফল মিয়া আহত হোন। হামলা করার পরেও জমি দখলের পায়তারা করার এক পর্যায়ে গত ২০ এপ্রিল জামালপুর জেলা জজ আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
বক্তারা আরও বলেন, হামলার শিকার হয়ে প্রাণভয়ে পালিয়ে থেকেও যেন তাদের রক্ষা নেই। উল্টো তাদের নামেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলেও মাহমুদপুর ইউনিয়নজুড়ে ভূমিদস্যু আব্দুর রহমান মাষ্টারের অত্যাচারে অনেকেই হামলা মামলার শিকার হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে এই ভূমিদস্যু আব্দুর রহমান মাষ্টার এর সর্বোচ্চ শাস্তি দাবী ও মিথ্যা মামলা প্রত্যাহার দাবী জানান ভুক্তভোগী এলাকাবাসী।
Comments