জামালপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জামালপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবীদের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে জামালপুর জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আযোজনে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম জামালপুর জেলা ইউনিট ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এড, গোলাম নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড,দিদারুল ইসলাম দিদারের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল।
এসময় আরো বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মো. আমিনুল ইসলাম, এডভোকেট আব্দুল লতিফ তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট কে আর পাঠান, সহ সাংগঠনিক সম্পাদক নুরুল হক ও জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রিশাদ রেজুয়ান বাবু।

এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার দোসরদের এই দলে জায়গা নেই। সংগঠনকে শক্তিশালী করতে হলে গণতন্ত্র চর্চা করতে হবে। নতুনদের নিয়ে সংগঠন করতে হবে। নতুনদের মধ্য নেতৃত্ব চাই। আইনজীবীদের সমস্যা নিয়ে উদ্যোগী হতে হবে। পকেট কমিটি থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকের নুন্যতম অধিকার প্রকাশ করতে পারেন। ফ্যাসিবাদ উৎখাতের পরে নতুন বাংলাদেশে নতুনভাবে আমরা মুক্ত পরিবেশে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে আমরা আমাদের আইনজীবী ফোরামকে শক্তিশালী করতে চাই।
বক্তারা আরও বলেন, একে অপরের মধ্যে বিভেদ করা যাবে না। কথার বলার সময় সাবধানে কথা বলতে হবে। কিভাবে আইনজীবী ফোরামকে গতিশীল করা যায় সে বিষয়েও সকলের মতামতকে প্রাধান্য দিয়েই সাংগঠনিকভাবে কর্মযজ্ঞ করার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পরে দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামানা করে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।
Comments