উল্লাপাড়া প্লাজায় দুই শ্রমিকের মৃত্যু; ৮ লাখ টাকায় দফারফা

সিরাজগঞ্জের উল্লাপাড়া প্লাজায় ইমারত শ্রমিক নিহতের ঘটনায় টাকার মাধ্যমে মিমাংসা হয়েছে। বিষয়টি নিয়ে নানা মহলে চলছে আলোচনা, টাকার মাধ্যমে শ্রমিক মৃত্যু দায় থেকে বেঁচে যাচ্ছে উল্লাপাড়া প্লাজার মালিকপক্ষ।
গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উল্লাপাড়া প্লাজার ৬ তলায় কাজ করতে গিয়ে পড়ে গিয়ে উপজেলার এনায়েতপুর গ্রামের সানাউল্লার ছেলে খাদেমুল (৪৫) এবং ফলিয়া গ্রামের মাসুদ রানা (৩৩) এর মৃত্যু হয়।
অভিযোগ উঠেছে উল্লাপাড়া প্লাজা কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিক সুরক্ষা না দিয়ে নির্মাণ কাজ করায় এমন ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের অবহেলায় প্রাণ গেলো ২ জন শ্রমিকের।

বিষয়টি নিয়ে সোমবার উল্লাপাড়া ইমারত শ্রমিক সংগঠনে ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে মিমাংসা করে নিয়েছে উল্লাপাড়া প্লাজা। এতে শ্রমিক মৃত্যুর দায় থেকে বেঁচে যায় উল্লাপাড়া প্লাজার মালিক পক্ষরা। পৌর শহরের লিচুতলা পৌরসভার অনুমোদন নিয়ে ৮ তলা বিশিষ্ট বিল্ডিং নির্মাণ কাজ শুরু করে উল্লাপাড়া প্লাজার মালিক পক্ষ। সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত না করে কিভাবে কাজ করা হচ্ছে, আর এই মৃত্যুর দায় কিভাবে টাকার মাধ্যমে বিক্রি করা যায়।
এ বিষয়ে উল্লাপাড়া প্লাজার শেয়ারহোল্ডার হিরা প্রামাণিক বলেন, তারা শ্রমিক মৃত্যুর ঘটনায় ৪ লাখ করে টাকা দিয়েছেন পরিবারের কাছে। তিনি দাবি করেন শ্রমিক সুরক্ষা নিশ্চিত করেই তারা কাজ করছেন তবে হঠাৎ করেই দুজন শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পাদক নুরুল ইসলাম বলেন, উল্লাপাড়া প্লাজা কর্তৃপক্ষ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারেনি বলেই এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে বিষয়টি টাকার মাধ্যমে মিমাংসা করা হয়েছে।
Comments