বিএনপি নেতা আজাদকে হাসপাতালে দেখতে গেলেন খান সাঈদ হাসান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে দেখতে ও তার সার্বিক খোঁজখবর নিতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল" ঢাকায় যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি প্রতিষ্ঠাতা সদস্য ও বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব খান সাঈদ হাসান জ্যোতি।
সোমবার (২১ এপ্রিল) সকালে উল্লাপাড়া থেকে রওনা হয়ে দুপুরে তিনি ঢাকায় পৌছান। সেখানে গিয়ে আজাদ হোসেনের সার্বিক খোঁজখবর নেন। এসময় চিকিৎসকরা জানান, আগামী দু'দিন পর আজাদ হোসেনের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, উল্লাপাড়া থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম সরকার, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রউফ, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, বাঙ্গলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মো. শাহ আলম বিএসসি, কয়ড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নূরে আলম জুয়েল,
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সলপ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক, মো. নুরুল ইসলাম,বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন-আহবায়ক মো. সাইফুল ইসলাম, বড়হর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক সহ আরো অনেকে।
এসময় উল্লাপাড়া-সলঙ্গাবাসী সহ সমগ্র দেশবাসীর কাছে আজাদ হোসেনের আশু সুস্থতা কামনা করে উক্ত নেতৃবৃন্দ ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত শুক্রবার জুম্মার নামাজ শেষ করে থানা চত্বরে আজাদ হোসেন জামায়াত কর্তিক হামলার শিকার হয়। পরে তাকে চিকিৎসার জন্য বগুড়া নেওয়া হলে সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Comments