পাওনা টাকা চাওয়ায় হত্যা, রাতে লাশ নিয়ে সড়কে বিক্ষোভ

পাওনা টাকায় চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে মোহাম্মদ আলী নামে দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ শুরু করেছেন স্বজনরা। সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উত্তর নারায়ণপুরে ত্রিমোহনী মোড় অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, ঘটনার পরে মামলা নিতে সদর থানা পুলিশ টালবাহানা করছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচী সমাপ্ত হয়েছে । এসময় সড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহত মোহাম্মদ আলী সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর গ্রামের মৃত কেনু মিয়ার ছেলে। এঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পাওনা টাকা চাওয়ায় স্থানীয় বাদপুকুর গ্রামের মুদি দোকানি মোহাম্মদ আলী (৬০) কে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- অভিযুক্ত আসাদুল ইসলাম (১৯), তার বাবা আশকর আলী (৬২) ও আশকর আলীর স্ত্রীকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদ আলীর ছেলে মশিয়ার রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করতে যান নিহতের স্বজনরা। কিন্তু হত্যা মামলা না নিয়ে অপমৃত্যু মামলা নেয়ার কথা বলেন ওসি। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ও নিহতের স্বজনরা সড়ক অবরোধ করে লাশ নিয়ে বিক্ষোভ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে থানা হত্যা মামলা গ্রহণ করে বলে জানিয়েছে বিক্ষুব্ধরা।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন বলেন, হত্যা মামলা দায়ের করেছেন নিহতের ছেলে মশিয়ার রহমান। মামলা তিনজন আসামী আগেই আটক আছেন।
Comments