সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। সকাল থেকেই সাতক্ষীরার ভেষজ উদ্যানে ভিড় জমাতে শুরু করে নানা বয়সী মানুষ। সূচনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষ বরণ অনুষ্ঠান।
পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠান। সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেমসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বাংলোতে আয়োজন করা হয় পান্তা-ইলিশ সহ ঐতিহ্যবাহী বৈশাখী খাবারের ভোজ।

এছাড়া জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে মুক্তমঞ্চে সারাদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা অংশগ্রহণ করেন।
সার্বিকভাবে বর্ণাঢ্য এই আয়োজন নতুন বছরকে স্বাগত জানাতে সাতক্ষীরাবাসীর মধ্যে সৃষ্টি করে এক উৎসবমুখর পরিবেশ।
Comments