পহেলা বৈশাখ কেন্দ্র করে পটুয়াখালীতে আকাশচুম্বী ইলিশের দাম

বাঙালির অন্যতম উৎসব পহেলা বৈশাখ। আর এ উৎসবের অন্যতম আকর্ষণ পান্তা-ইলিশ। তাই এ উৎসবকে পুঁজি করে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দাম।
দেশের বৃহৎ মৎস্য বন্দর মহিপুরের পাইকারি মাছ বাজারে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২শ' থেকে ২৫শ' টাকা কেজি দরে। ৭শ' থেকে ৯শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ' থেকে ১৮শ' টাকা কেজি দরে। ৫ শ' থেকে ৭ শ' গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২ শ' টাকা কেজি দরে। আর ছোট ইলিশ বিক্রি হচ্ছে ৬শ' থেকে ৮ শ' টাকা কেজি দরে।
হঠাৎ ইলিশের দাম আকাশচুম্বী হওয়ায় বাজারে আসা ক্রেতাদের চোখে মুখে লক্ষ্য করা গেছে বিরক্তির ছাপ।ফিশিং টলার মাঝি শাহজালাল বলেন ১২ দিন সাগরে অবস্থান করেছি বাজার খরচ ২ লক্ষ টাকা বিক্রি করেছি পঞ্চাশ হাজার টাকা সাগরে পানিতে লবণাক্ততার পরিমাণ বাড়ার কারণে তেমন একটা মাছ পাচ্ছি না
ক্রেতা অমিদ দে বলেন, ইলিশের দাম বেশি থাকায় পহেলা বৈশাখ পান্তা ইলিশ খাওয়া হবে না।
পাইকারি বিক্রেতা ছগির বলেন, সমুদ্রে মাছের অকাল থাকায় ইলিশের দাম অনেকটা বেশি।
Comments