বড়াইগ্রামে অধ্যক্ষের অপসারন হামলার প্রতিবাদে বিক্ষোভ

নাটোরের বড়াইগ্রামে কলেজ অধ্যক্ষ মোহাম্মদ তুগলককে অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। বৃহস্পতিবার দুপুরে দিকে উপজেলার রাজাপুর বাজার থেকে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি রাজাপুর ডিগ্রী কলেজের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন রাজাপুর ডিগ্রী কলেজের সভাপতি শামসুল ইসলাম রনি,ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, রাজাপুর ডিগ্রী কলেজের শিক্ষক ফারুক ইসলাম সহ সাধারন অভিভাবক ও শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন আওয়ামীলীগের দোসর দূর্নীতিবাজ বহিষ্কৃত অধ্যক্ষ মোহাম্মদ তুগলকের পূর্ণবাসন করা যাবে না এবং কলেজ শিক্ষকদের উপর হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন তারা।
Comments