নাটোরে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা রুবেল পাবনায় গ্রেফতার

নাটোরের লালপুরে থানায় ঢুকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, দুপুরে পাবনার ঈশ্বরদী এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়।
থানা থেকে রুবেলকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গতরাতে লালপুরের গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে রুবেলের বোন ফারজানা ইয়াসমিন বৃষ্টি,রুপা খাতুন ও যুবদল নেতা মাসুদ রানা মজনুকে গ্রেফতার করে পুলিশ। বিশেষ কারণে রাতেই আটককৃত ৩জনকে নাটোর সদর থানায় নিয়ে রাখা হয়।
এর আগে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৩৮ জনের নামে মামলা দায়ের করে পুলিশ।এদিকে থানা থেকে ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ডিসেম্বর বিএনপি নেতা আব্দুর রশিদের বাড়িতে গুলি বর্ষনের মামলায় গতকাল বিকালে ছাত্রদল নেতা রুবেল উদ্দিনকে গেফতার করে লালপুর থানা পুলিশ।
Comments