ভোলায় র্যাবের অভিযানে কুখ্যাত ফোরকান ডাকাত গ্রেফতার

ভোলায় কুখ্যাত ডাকাত ফোরকান বাহিনীর প্রধান মোঃ ফোরকান রাঢ়ী (৪২) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে র্যাব ৮ এর অভিযানে চরফ্যাশনে মাতৃ নিলয় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফোরকান চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার উত্তর চরমায়া, চরকলমী এলাকার বশির আহম্মেদ এর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের ঘটনায় ভোলা সহ আশেপাশের জেলায় ১৪ টি মামলা রয়েছে। মঙ্গলবার রাতে র্যাব-৮ এর ভোলা ক্যাম্পে সংবাদ সম্মেলনে ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার রিফাত জানান, আটককৃত ফোরকান ডাকাতের অপকর্মের বিষয়ে বরিশাল র্যাব ৮ সদস্যরা জানার পর তাকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে মঙ্গলবার রাতে চরফ্যাশনে মাতৃনিলয় হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সামনে থেকে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলার ৭ বছর ২ মাস মেয়াদের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত সাজা পরোয়ানাসহ একাধিক পরোয়ানা রয়েছে।
Comments