উল্লাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যেদিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
বুধবার সকালে পৌর শহরের থানা মোর চত্বরের কেন্দ্রীয় শহিদ মিনারের উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শহীদের শ্রদ্ধা জানিয়ে সকল অনুষ্ঠানের শুভ সুচনা করেন। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক প্রদান করেন।
এর পর স্থানীয় সরকারি আকবর আলী কলেজ মাঠে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে এক অনুষ্ঠানের শুভ সুচনা করেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,পুলিশ, আনসার ভিডিপির সদস্যরা
কুচকাওয়াজে অংশ গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়ার সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান,উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী,উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আব্দুল ওয়াহাব,সাবেক পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র বেল্লাল হোসেন, ছাত্র প্রতিনিধি রিফাত বিন জামান, মাসুম আনাম, রিফাত সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
Comments