ভয়াবহ আগুনে পুড়লো ৮টি বসতঘর

বান্দরবানে পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
সোমবার (২৪ মার্চ) রাতে জেলা শহরের সড়ক ও জনপদ কলোনির স্টাফ কোয়াটারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করে একটি বাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে একে একে ঘর পূড়তে থাকে। খবর শুনে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খরর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনিসহ উর্ধতন ককর্মকর্তারা।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, আগুনের সংবাদ পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার একই এলাকায় আগুনে চারটি বসত ঘর পুড়ে যায়।
Comments